০৩:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

মোংলা বন্দরে ৫ নম্বর বিপদ সংকেত, জাহাজের পণ্য ওঠানামা স্বাভাবিক

ঘূর্ণিঝড় হামুন’র প্রভাবে মোংলা সমুদ্র বন্দরে ৫ নম্বর বিপদ সংকেত জারি করেছে আবহাওয়া অফিস। ঘূর্নিঝড়টি বর্তমানে মোংলা সমুদ্র বন্দর থেকে ৩২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। হামুনের প্রভাবে মঙ্গলবার (২৪ অক্টোবর) ভোর থেকেই মোংলাসহ সংলগ্ন উপকূলীয় এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে।

আকাশের মেঘাচ্ছন্নতায় চারিদিকে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছে। সকাল থেকেই এ এলাকায় হালকা বাতাস বয়ে গেলেও বৃষ্টি নেই তেমন একটা। ভোরে সামান্য কয়েক ফোটা বৃষ্টি ঝরেছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলে তেমন একটা ঝড়-বৃষ্টি শুরু হয়নি এখনও।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ জানিয়েছে, আবহাওয়া খুব বেশি একটা বৈরী হয়ে না উঠায় বন্দরে অবস্থানরত সকল দেশী-বিদেশী বাণিজ্যিক জাহাজের পণ ওঠানামা ও পরিবহণের কাজ চলছে স্বাভাবিক গতিতে।

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ বলেন, ঘূর্ণিঝড়ের প্রস্তুতিতে জরুরী সভা করা হয়েছে। সোমবার রাতের এ সভা থেকে সকলকে সতর্ক থাকার পাশাপাশি এ দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেয়া হয়েছে।

মোংলা আবহাওয়া অফিস ইনচার্জ মোঃ হারুন অর রশিদ বলেন, ঘূর্ণিঝড় কেন্দ্রে হামুন ক্রমেই শক্তি সঞ্চার করছে। এর প্রভাবে উপকূলে মঙ্গল ও বুধবার ঝড়-বৃষ্টি বয়ে যাবে। তবে ঘূর্ণিঝড়টি বুধবার সকাল থেকে বিকেল নাগাদ উপকূলে আঘাত হানবে এবং অতিক্রম করবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

ফিনল্যান্ড 5 বছরের কাজের ভিসা | ফিনল্যান্ডে দক্ষ এবং অদক্ষ চাকরি নিয়োগ এপ্রিল-মে 2024 এখনি এপ্লাই করুন.

মোংলা বন্দরে ৫ নম্বর বিপদ সংকেত, জাহাজের পণ্য ওঠানামা স্বাভাবিক

Update Time : ০৩:৩৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩

ঘূর্ণিঝড় হামুন’র প্রভাবে মোংলা সমুদ্র বন্দরে ৫ নম্বর বিপদ সংকেত জারি করেছে আবহাওয়া অফিস। ঘূর্নিঝড়টি বর্তমানে মোংলা সমুদ্র বন্দর থেকে ৩২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। হামুনের প্রভাবে মঙ্গলবার (২৪ অক্টোবর) ভোর থেকেই মোংলাসহ সংলগ্ন উপকূলীয় এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে।

আকাশের মেঘাচ্ছন্নতায় চারিদিকে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছে। সকাল থেকেই এ এলাকায় হালকা বাতাস বয়ে গেলেও বৃষ্টি নেই তেমন একটা। ভোরে সামান্য কয়েক ফোটা বৃষ্টি ঝরেছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলে তেমন একটা ঝড়-বৃষ্টি শুরু হয়নি এখনও।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ জানিয়েছে, আবহাওয়া খুব বেশি একটা বৈরী হয়ে না উঠায় বন্দরে অবস্থানরত সকল দেশী-বিদেশী বাণিজ্যিক জাহাজের পণ ওঠানামা ও পরিবহণের কাজ চলছে স্বাভাবিক গতিতে।

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ বলেন, ঘূর্ণিঝড়ের প্রস্তুতিতে জরুরী সভা করা হয়েছে। সোমবার রাতের এ সভা থেকে সকলকে সতর্ক থাকার পাশাপাশি এ দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেয়া হয়েছে।

মোংলা আবহাওয়া অফিস ইনচার্জ মোঃ হারুন অর রশিদ বলেন, ঘূর্ণিঝড় কেন্দ্রে হামুন ক্রমেই শক্তি সঞ্চার করছে। এর প্রভাবে উপকূলে মঙ্গল ও বুধবার ঝড়-বৃষ্টি বয়ে যাবে। তবে ঘূর্ণিঝড়টি বুধবার সকাল থেকে বিকেল নাগাদ উপকূলে আঘাত হানবে এবং অতিক্রম করবে।