শালিখা (মাগুরা) প্রতিনিধি:
মাগুরার শালিখায় আগামী ২৮ অক্টোবরের ইউপি নির্বাচনকে সামনে রেখে শালিখা উপজেলার সাধারণ মানুষের নানাবিধ সমস্যার কথা জানতে শালিখা থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (১৫ অক্টোবর) বিকাল ৩ টায় শালিখা থানা চত্বরে শালিখা থানা অফিসার ইনচার্জ(ওসি) তারক বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড: কামাল হোসেন, শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিফ-উল-হাসান, মাগুরা জেলা সহকারী পুলিশ সুপার মোঃ হাফিজুর রহমান, শালিখা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড: শ্যামল কুমার দে, শালিখা উপজেলা নির্বাচন কর্মকর্তা মতিউর রহমান। এছাড়াও আসন্ন ইউপি নির্বাচনের বিভিন্ন পর্যায়ের চেয়ারম্যান- সদস্য প্রার্থী, শালিখা থানা পুলিশের বিভিন্ন কর্মকর্তা, উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ স্থানীয় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত ব্যক্তিবর্গ আসন্ন ইউপি নির্বাচনের সম্ভাব্য সমস্যার কথা সহ উপজেলার বিভিন্ন সমস্যার কথা অকপটে ব্যক্ত করেন। জবাবে মাগুরা জেলা পুলিশ সুপার জহিরুল ইসলাম আগামী ২৮ নভেম্বরে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন পাশাপাশি উপস্থিত সবাইকে নির্বাচনী আচরণবিধি বজায় রেখে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন করার আহ্বান জানান।