ঢাকা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাসে ডাকাতি রোধে ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের শিবরামপুর এলাকায় পুলিশ ক্যাম্প নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
গত সোমবার (১৫নভেম্বর) বিকাল ৩টার দিকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ পুলিশ ক্যাম্পের নির্মাণ কাজের উদ্বোধন করেন ফরিদপুরের পুলিশ সুপার আলীমুজ্জামান বিপিএম (সেবা)।
ফরিদপুর ট্রাফিক পুলিশের টিআই (প্রশাসন) মো. তুহিন লস্কর ও কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ জলিল এর সার্বিক ব্যবস্থাপনায় পুলিশ ক্যাম্পের নির্মাণ কাজে আর্থিক সহযোগিতা করেন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার মোস্তফা মেটাল ইন্ডাসট্রিজ লিমিটেড এর পরিচালক মো. সেলিম মুন্সি।
উল্লেখ্য, ডাকাতি রোধে ঢাকা-খুলনা মহাসড়কে চলাচলকারী প্রত্যেক যাত্রীবাহী বাসকে এই ক্যাম্পের সামনে দাড় করিয়ে গাড়ীর সকল যাত্রীকে ভিডিও ধারণ করে রাখা হবে যাতে পরবর্তীতে সড়কের যে কোন স্থানে ডাকাতি হলে ডাকাতকে শনাক্ত করা যায়।