স্টাফ রিপোর্টার ঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বারুগ্রামে এক মেম্বার প্রার্থীর সমর্থকের বাড়ীতে আ,লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর লোকজনের হামলার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ৪০-৫০টি মোটর সাইকেল নিয়ে এ হামলা করে।
বারুগ্রামের আহম্মদ আলী শেখের ছেলে টুটুল শেখ অভিযোগ করে বলেন, আমি স্থানীয় ইউপি মেম্বার প্রার্থী আরব আলীর সমর্থক। কোন চেয়ারম্যানের পক্ষে কাজ করছি না। মঙ্গলবার দুপুরে বারুগ্রাম স্কুলের নিকট নৌকা প্রতিকের প্রচার মাইকে প্রচার করে। এসময় সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী খলিলুর রহমান খান সম্পর্কে নানা ধরণের গালিগালাজ করে। আমি বলি তুমি যে প্রচার করতে এসেছো তার পক্ষে প্রচার করে চলে যাও, কারো বিরুদ্ধে কিছু বলার দরকার নেই। এ নিয়ে কথাকাটাকাটি হয়। সন্ধ্যা পৌনে ৭টার দিকে ৪০-৫০টি মোটর সাইকেল যোগে নৌকার শ্লোগান দিতে দিতে এসে আমার বাড়ীর সামনে দাড়িয়ে অশ্লীল গালিগালাজ করাসহ বাড়ীর টিনের গেট ও জানালা ভাংচুর করে। পরে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।