১২:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

গভীরতা কম ঘাটে ভিড়তে পারছে না ফেরি। চলছে খনন। বাড়ছে ভোগান্তি। 

  • Reporter Name
  • Update Time : ০৩:০২:০৯ অপরাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১
  • ১৬৫ Time View
রাজবাড়ীর জেলার দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরির সংকট, ঘাট সংকট, কাটছেই না বরং আরো দুটি কে-টাইপ ফেরি বিকল হয়ে গেছে,  বিকল ফেরি গুলো পাটুরিয়ার ভাসমান ডক ইয়াড মধুমতিতে মেরামত চলছে, এছাড়াও এই দুই নৌরুটের উভয় প্রান্তে, ঘাটে ভেড়ার চ্যানেলে নাব্যতা সংকট দেখা দিয়েছে। এতে ছোট বড় যে সকল ফেরি রয়েছে , তা পন্টুনের পকেটে ভিড়তে সমস্যা হচ্ছে, যার ফলে  সংকট  ও ভোগান্তি আরো বাড়ছে।
ফেরি পারাপারে অতিরিক্ত সময় লাগার জন্য  রাজধানীমুখী বিভিন্ন গাড়ির চাপ বাড়ছে দৌলতদিয়া ঘাটে। এতে যানজট লেগেই থাকছে।  ঘাট এলাকায় দেখা যায় ফেরি পারাপারের অপেক্ষায় আটকা পরেছে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাকসহ সহস্রাধিক ভারী যানবাহন। ঘাটের জিরোপয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের বাংলাদেশ হ্যাচারি পর্যন্ত চার কিলোমিটার রাস্তায় গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে।
বিআইডাব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কার্যালয় সূত্রে জানা গেছে, ভোগান্তি ও সংকট কাটাতে এই নৌরুটে  ছোট ফেরির  পাশাপাশি কমপক্ষে ১২টি রো রো (বড়) ফেরি সার্বক্ষণিক সচল রাখা প্রয়োজন। কিন্তু বর্তমান বহরে আছে আটটি রো রো (বড়) ফেরি।  এছাড়াও যে ছয়টি ইউটিলিটি ও তিনটি কে-টাইপ ফেরি আছে  সে সকল ফেরি ধারণক্ষমতা অনেক কম।
অন্যদিকে যে সকল রো রো (বড়) ফেরি রয়েছে তা  চলাচলের জন্য কমপক্ষে আট ফুট গভীরতা প্রয়োজন যা  প্রয়োজনের তুলনায় গভীরতা কম থাকায় কয়েকটি পন্টুনের পকেটে  ফেরি ভিড়তে সমস্যা হচ্ছে।  তবে পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন ঘাটের চ্যানেলে ড্রেজার দিয়ে খননকাজ চালাচ্ছেন বিআইডাব্লিউটিএর ড্রেজিং বিভাগের কর্মীরা।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মোঃ শিহাব উদ্দিন বলেন, আমাদের ফেরি বহরে ১৬ টি ফেরি থাকলে বর্তমানে ১৪ টি সচল আছে, ফরিদপুর ও কুমিল্লা নামের দুটি কে-টাইপ ফেরি বিকল হয়ে পড়ায় এই নৌরুটে ফেরির সংকট অনেকটা  বেড়েছে।’ ঘাট পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে জরুরিভিত্তিতে রো রো (বড়) ফেরির সংখ্যা বাড়ানোর জন্য উর্ধতন  কর্মকর্তাদের জানানো হয়েছে, আশাকরি দ্রুত পদক্ষেপ নেয়া হবে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

ফিনল্যান্ড 5 বছরের কাজের ভিসা | ফিনল্যান্ডে দক্ষ এবং অদক্ষ চাকরি নিয়োগ এপ্রিল-মে 2024 এখনি এপ্লাই করুন.

গভীরতা কম ঘাটে ভিড়তে পারছে না ফেরি। চলছে খনন। বাড়ছে ভোগান্তি। 

Update Time : ০৩:০২:০৯ অপরাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১
রাজবাড়ীর জেলার দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরির সংকট, ঘাট সংকট, কাটছেই না বরং আরো দুটি কে-টাইপ ফেরি বিকল হয়ে গেছে,  বিকল ফেরি গুলো পাটুরিয়ার ভাসমান ডক ইয়াড মধুমতিতে মেরামত চলছে, এছাড়াও এই দুই নৌরুটের উভয় প্রান্তে, ঘাটে ভেড়ার চ্যানেলে নাব্যতা সংকট দেখা দিয়েছে। এতে ছোট বড় যে সকল ফেরি রয়েছে , তা পন্টুনের পকেটে ভিড়তে সমস্যা হচ্ছে, যার ফলে  সংকট  ও ভোগান্তি আরো বাড়ছে।
ফেরি পারাপারে অতিরিক্ত সময় লাগার জন্য  রাজধানীমুখী বিভিন্ন গাড়ির চাপ বাড়ছে দৌলতদিয়া ঘাটে। এতে যানজট লেগেই থাকছে।  ঘাট এলাকায় দেখা যায় ফেরি পারাপারের অপেক্ষায় আটকা পরেছে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাকসহ সহস্রাধিক ভারী যানবাহন। ঘাটের জিরোপয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের বাংলাদেশ হ্যাচারি পর্যন্ত চার কিলোমিটার রাস্তায় গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে।
বিআইডাব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কার্যালয় সূত্রে জানা গেছে, ভোগান্তি ও সংকট কাটাতে এই নৌরুটে  ছোট ফেরির  পাশাপাশি কমপক্ষে ১২টি রো রো (বড়) ফেরি সার্বক্ষণিক সচল রাখা প্রয়োজন। কিন্তু বর্তমান বহরে আছে আটটি রো রো (বড়) ফেরি।  এছাড়াও যে ছয়টি ইউটিলিটি ও তিনটি কে-টাইপ ফেরি আছে  সে সকল ফেরি ধারণক্ষমতা অনেক কম।
অন্যদিকে যে সকল রো রো (বড়) ফেরি রয়েছে তা  চলাচলের জন্য কমপক্ষে আট ফুট গভীরতা প্রয়োজন যা  প্রয়োজনের তুলনায় গভীরতা কম থাকায় কয়েকটি পন্টুনের পকেটে  ফেরি ভিড়তে সমস্যা হচ্ছে।  তবে পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন ঘাটের চ্যানেলে ড্রেজার দিয়ে খননকাজ চালাচ্ছেন বিআইডাব্লিউটিএর ড্রেজিং বিভাগের কর্মীরা।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মোঃ শিহাব উদ্দিন বলেন, আমাদের ফেরি বহরে ১৬ টি ফেরি থাকলে বর্তমানে ১৪ টি সচল আছে, ফরিদপুর ও কুমিল্লা নামের দুটি কে-টাইপ ফেরি বিকল হয়ে পড়ায় এই নৌরুটে ফেরির সংকট অনেকটা  বেড়েছে।’ ঘাট পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে জরুরিভিত্তিতে রো রো (বড়) ফেরির সংখ্যা বাড়ানোর জন্য উর্ধতন  কর্মকর্তাদের জানানো হয়েছে, আশাকরি দ্রুত পদক্ষেপ নেয়া হবে।