রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের সমাধিনগর মন্দিরের সামনে সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নৃপেন বিশ্বাসের কর্মী অনুপ বিশ্বাস কে মারধর করাসহ মোটরসাইকেল ভাংচুর করে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টার সময় উপজেলার জঙ্গল ইউনিয়নের সমাধিনগর বাজারে এ হামলার ঘটনা ঘটে। হামলার শিকার অনুপ বিশ্বাস বলেন, আ,লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী কল্লোল বসুর চাচাতো ভাই হিল্লোল বসুর বিরুদ্ধে নির্বাচন অফিসার ও থানায় লিখিত অভিযোগ দায়ের করায় ক্ষিপ্ত হয়ে শুক্রবার হিল্লোল বসুর উপস্থিতিতে অপরিচিত ২০-২৫ জন এ হামলা করে। অনুপ বিশ্বাসকে মারধোর করাসহ মোটরসাইকেল ভাংচুর করে। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে য়ায়। এ ঘটনায় ভোটারদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে।