রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাসপুর ইউপির কাচারীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে শনিবার (২১ নভেম্বর) বীর মুক্তিযোদ্ধা নাদের মুন্সীর ৭ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বীর মুক্তিযোদ্ধা নাদের মুন্সী রাজবাড়ী জেলা কৃষক লীগের সভাপতি ও পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলেন। ২০১৪ সালের ২১ নভেম্বর সকালে চিহৃত সন্ত্রাসীরা কাচারীপাড়া বাজারের পাশে তাকে গুলি করে হত্যা করে। রবিবার বিকেলে বীর মুক্তিযোদ্ধা নাদের মুন্সীর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভার আয়োজন করা হয়। স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বক্তব্য রাখেন। স্মরণসভায় স্বাগত বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নাদের মুন্সীর পুত্র, রাজবাড়ী জেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক ও পাংশা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোস্তফা মাহমুদ হেনা মুন্সী। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ সিদ্দিকুর রহমান। উপস্থাপনা করেন হাবাসপুর ইউপির ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা। স্মরণসভায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। (ক্যাপশন ঃ পাংশার কাচারীপাড়ায় রবিবার বীর মুক্তিযোদ্ধা নাদের মুন্সীর ৭ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে)
১২:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
News Title :
পাংশায় বীর মুক্তিযোদ্ধা নাদের মুন্সীর ৭ম মৃত্যুবার্ষিকী পালিত
-
Reporter Name
- Update Time : ০৩:৪৩:৫২ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১
- ১৯৩ Time View
Tag :
Popular Post