রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের বন্যতৈল গ্রামে অগ্নিকান্ডে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন এক কৃষক। ওই কৃষকের নাম, নারায়ন চন্দ্র মন্ডল। সে বন্যতৈল গ্রামের হরিপদ মন্ডলের ছেলে।
শনিবার তার বাড়ীতে আগুন লেগে একটি বসতঘর, একটি রান্না ঘর, একটি গোয়াল ঘর, পাওয়ার টিলার, ছাগলসহ অন্যান্য মালামালসহ ৬লক্ষাধিক টাকার মালামাল ভস্মিভুত হয়।
বুধবার দুপুরে উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. হাসিবুল হাসান, জঙ্গল ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান কল্লোল কুমার বসুসহ এলাকার লোকজন পরিদর্শন করেন। তারা তাকে সহযোগিতার আশ্বাস দেন।